স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অভিযান চালিয়ে র্যাব ১২ কেজি গাঁজাসহ তোতা মিয়া (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।