স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সুন্দরপুর বাজারে অভিযান চালিয়ে নকল ব্র্যান্ডলযুক্ত বিপুল পরিমাণ বাঁশি বিড়ি জব্দ করা হয়। র্যাব-০৯, হবিগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে এবং হবিগঞ্জ শহরে পুরান মুন্সেফী রোডে গিয়ে বাঁশি বিড়ির গোডাউন থেকে ৬ লাখ শলাকা নকল ট্যাক্সবিহীন বাঁশি বিড়ি উদ্ধার করে। এতে অংশ গ্রহন করেন হবিগঞ্জের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার। অভিযানের সময় বাঁশি বিড়ির ডিলারকে খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে সকল ব্যবসায়ী ও বাজার কমিটিকে নকল ব্র্যান্ডযুক্ত বিড়ি বিক্রয়কারীকে ধরিয়ে দিতে সহযোগিতা করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বাজার কমিটি সরকারের রাজস্ব ফাঁকিবাজদের ভবিষ্যতে বাজারে আসলে প্রশাসনকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।