আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ৬ মাতালকে অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-উপজেলার সুদান্দিল গ্রামের শাহ্ আলম (২২), মারুফ খন্দকার (২৭), জোগল চন্দ্র দাস (৩১), লিটন সরকার (২৬), শ্রীবাস সরকার (২৮) ও হিমাংশু সরকার (২৬)। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রত্যেক মাতালকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।
পুলিশ সুত্রে জানা যায়, রোববার রাতে আন্দিউড়া বাস ষ্ট্যান্ড এলাকায় দণ্ডপ্রাপ্তরা মদ পান করে মাতলামী করছিল। এ সময় মাধবপুর থানার টহলরত এসআই শামস্-ই-তাব্রীজ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। গতকাল সোমবার সকালে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ রায় প্রদান করেন।