স্টাফ রিপোর্টার ॥ ‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ পালিত হয়েছে। গতকাল বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদেকুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা বেগম, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জের সদস্য বেগম শওকত আরা চৌধুরী ও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেন চৌধুরী, স্থানীয় নারী নেতৃবৃন্দ, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থী, ব্র্যাকসহ স্থানীয় এনজিও প্রতিনিধিগণ।