প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়কে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। গত ২৫ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সাধারণ সভার মাধ্যমে তাকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। শংখ শুভ্র রায়কে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় হবিগঞ্জ মটর মালিক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বারবার নির্বাচিত সভাপতি মশিউর রহমান রাঙ্গা এমপি ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মটর মালিক গ্রুপ হবিগঞ্জের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরীসহ সকল মালিকবৃন্দ।