নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত ২৮ নভেম্বর অনুষ্টিতব্য নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়লেন মোঃ দিলাওর হোসেন। উল্লেখ্য, উক্ত ইউনিয়নে স্বাধীনতা পরবর্তী থেকে অধ্যাবধি পর্যন্ত ২ বারের উপর কেউ চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি। আউশকান্দি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ হলেন, প্রয়াত চেয়ারম্যান সৈয়দ সঞ্জব আলী ২টার্ম, প্রয়াত চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ওরফে আলমদর ডাক্তার ২টার্ম, প্রয়াত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ চৌধুরী শিয়াব ২টার্ম, সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা ২ টার্ম। সর্বশেষ বর্তমান বিদায়ী চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ১ বার নির্বাচিত হলেও অনুষ্ঠিতব্য ২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সীমানা জটিলতার মামলাকে পুজি করে ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করেননি। তিনি চেয়ারম্যান হিসেবে চলমান দ্বায়িত্ব পালনের লক্ষ্যে নানা কুট-কৌশল অবলম্বন করলেও অবশেষে ব্যর্থ হন। মহামান্য হাইকোর্ট ইউনিয়নের সীমানা জটিলতার মামলার বিষয়ে ৬ সপ্তাহের সময় দেন এবং ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ বহাল রাখার আদেশ দেন। ফলে মহিবুর রহমান হারুনের স্বপ্ন দিবাস্বপ্নে পরিণত হয়। অনুষ্ঠিতব্য নির্বাচনে ২ বারের সাবেক সফল চেয়ারম্যান দিলাওর হোসেনকে বিপুল ভোটে তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত করেন আউশকান্দি ইউনিয়নবাসী। তৃতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করলেন দিলাওর হোসেন। যার সকল কৃতিত্ব দলমত নির্বিশেষে আউশকান্দি এলাকার জনসাধারণের। ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ দিলাওর হোসেনকে একজন সৎ নিষ্টাবান ব্যক্তি হিসেবে পছন্দ করার পাশাপাশি তাঁর সামাজিক কর্মকান্ডের মূল্যায়ন করেন। তাই দলমত নির্বিশেষে এলাকাবাসী আবারও তাঁকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবার উপজেলা জুড়ে ইউপি নির্বাচনে আওয়ামী-লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকে কয়েকটি ইউনিয়নে ভরাডুবি হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আউশকান্দি ইউনিয়নসহ মোট ৪টি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয় হয়েছে। অপর ৯টি ইউনিয়নে নৌকার প্রতিকের প্রার্থীরা পরাজয়ের পাশাপাশি প্রাপ্ত ভোটের সংখ্যায় তৃতীয়-চথুর্ত অবস্থানে স্থান পান। পানিউমদা ইউনিয়ন বাদে সব ক’টি ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন। নানা কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। এমন পরিস্থিতিতেও উপজেলার মধ্যে নৌকা প্রতিকে সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন দিলাওর হোসেন। আউশকান্দি এলাকার ভোটাররা তাদের ভালোবাসার মানুষটিকে ব্যালটের মাধ্যমে সর্বোচ্চ ভোটের রায় দিয়ে প্রমাণ করেছেন চেয়ারম্যান দিলাওর হোসেনের কোন বিকল্প নেই।