প্রতিনিধি আজমিরীগঞ্জ ॥ আজমিরীগঞ্জ উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি চাপায় প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি উসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধায় বিরাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমির হামজা দৈনিক মানবজমিনের আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার জলসুখা ইউনিয়ন পরিষদ (ইউপি) স্থগিত কেন্দ্রের নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য যান আমির হামজা। সন্ধায় তিনি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবু হেনা মোটরসাইকেল যোগে উপজেলা সদরে ফিরছিলেন। বিরাট এলাকায় পৌচলে বিপরিত দিখ থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে আমির হামজা গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন সিলেট এমএজি উসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বলেন, সড়কে অবৈধ যান বন্ধে অভিযান পরিচালনা করা হবে। এবিষয়ে শিগগির আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।