স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক এনটিভি ইউরোপের মানচেষ্টার প্রতিনিধি ও ক্রীড়া ব্যক্তিত্ব, ইয়ং দিগন্তের সাবেক অধিনায়ক, মোহাম্মদিয়া কমপ্লেক্স এর স্বত্ত্ব¡াধিকারী তৈয়বুর রহমান শ্যামলকে সংবর্ধনা প্রদান করেছে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি ও দিগন্ত পরিবার। ৯০ দশকে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেট খেলায় ও প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রেখে হবিগঞ্জের নাম উজ্জ্বল করায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা সভায় তৈয়বুর রহমান শ্যামল তার জন্য এই আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন- একটি সুষ্ঠু সমাজ ব্যব¯’ায় খেলাধুলার কোন বিকল্প নেই। তাই তিনি নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগি হয়ে ভালো খেলোয়াড় হবার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তারা ৯০ দশকে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেট খেলায় তৈয়বুর রহমান শ্যামলের বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, জেলা ক্রিকেট কোচ, দিগন্ত ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোঃ মইন উদ্দিন তালুকদার সাচ্চু, দিগন্ত ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল আহমেদ, সাবেক কৃতি ক্রিকেট খেলোয়াড় খালেকুজ্জামান খান জসিম, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য, দিগন্ত ক্রীড়া চক্রের সহ-সভাপতি ও আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট বিভুৎসু চক্রবর্তী বিভু, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও স্বর্ণালী ক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক কৃতি ক্রিকেট খেলোয়াড় মিজবাহ আহমেদ চৌধুরী পুলক, সাবেক কৃতি ক্রিকেট খেলোয়াড় উজ্জ্বল খান, ক্রীড়ানুরাগী হাফিজুর, হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমির সিনিয়র কোচ তুষার তালুকদার, হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমির কোচ সাইফুর রহমান তুহিনসহ টাইগার্স ক্রিকেট একাডেমির খেলোয়াড়বৃন্দ।