স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলাকে ফরমালিনমুক্ত করতে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের আহবানে দু’টি ফরমালিন সনাক্তকরণ যন্ত্র দিয়েছে ব্র্যাক। গতকাল জেলা প্রশাসকের কাছে একটি যন্ত্র হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুলতান আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ব্র্যাক বানিয়াচং উপজেলা সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ ফিরোজ ভূইয়া, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম সহ জেলা কালেক্টরেটের সকল বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ উপস্থিত ছিলেন।