স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর থেকে দাঙ্গার অভিযোগে আলমগীর মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে সে তার জায়গায় সীমানা দিতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষে বাকবিতন্ডা ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমগীরকে আটক করে। সে ওই গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র।