স্টাফ রিপোর্টার ॥ সিলেটে ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠে গতকাল বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে এক বিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামালের যৌথ পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট জ্বয়নাল আবেদিন ফারুক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহমিনা রুশদী লুনা, ডঃ মোঃ এনামুল হক, খন্দকার আব্দুল মোক্তাদির ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্ন নবী খান সোহেল। সমাবেশে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ইসলাম তরফদার তনু, যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান আওয়াল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহ সালাউদ্দিন টিটো, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ এমদাদুল হক এমরান, বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোঃ আব্দুল কাদির, বানিয়াচং উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সালাহ উদ্দিন ফারুক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ তুষার, আল আমিন সরদার, হাসানুল হোসাইন সৌরভ, মোঃ রুবেল খান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম রুয়েল, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মোঃ এমরান হোসেন সাদ্দাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যান সম্পাদক মোঃ জামিউর রহমান জামু, জেলা যুবদল সদস্য মোঃ নূরুল আমিন, সদর উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোঃ আব্দুর নূর, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মিয়া, কৃষক দল নেতা মোঃ ফজল মিয়া প্রমুখ।