স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নে আমিরুল ইসলাম কয়েকটি কেন্দ্রের ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন। আবেদনে বৈধ ভোটকে বাতিল এবং অন্য প্রার্থীর প্রাপ্ত ভোটের বাতিল ভোট গণনার অভিযোগ করেন। গতকাল ২৯ নভেম্বর জেলা প্রশাসকের নিকট দেয়া আবেদনে এ দাবী জানান।
আবেদনে মোঃ আমিরুল ইসলাম ১নং লোকড়া ইনিয়নের ৪.৫.৬ ও ৭ নং ওয়ার্ডের নির্বাচন কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবী জানিয়ে বলেন, ৫নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বামকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ধল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ধল আমছার ক্লাবের প্রিসাইডিং অফিসারগণ তার পোলিং এজেন্টগণের আপত্তি সত্বেও নিজেদের ইচ্ছামত অনেক বাতিল ভোট কায়ছার রহমান (চশমা প্রতীক) এর পক্ষে গণনা শুরু করেন। যাতে প্রত্যেক কেন্দ্রে ৪/৫টি করে বাতিল ভোট বৈধ হিসাবে গণনা করা হয়েছে। আমিরুল ইসলামের পোলিং এজেন্টগণ গণনার পর (বিধি-৩৯ এ উল্লেখিত ‘এ’ ফরম) ফলাফল বিবরণী চাইলে না দিয়ে গালমন্দ করেন কেন্দ্রে প্রিজাইটিং অফিসার। ৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্র লোকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইটিং অফিসারের সাথে দেখা করেন। ৪নং ওয়ার্ডের প্রিসাইটিং অফিসার তখনও ভোট গণনা শুরু না করে ব্যালট পেপার শুধুমাত্র পৃথক করে রেখেছেন। উপরোক্ত ৫/৬/৭ নং ওয়ার্ডের প্রিসাইটিং অফিসারগণ ৪নং ওয়ার্ডে আসার পর তাদের উপস্থিতিতে ভোট গণনা শুরু করে অনেক অবৈধ ব্যালট পেপার কায়সার রহমান (চশমা প্রতীকে) এর ভোটের সাথে একত্রিত করে গণনা করেন। ওই কেন্দ্রে আমিরুল ইসলামের অনুমান ২০টি ভোট চশমা অথবা নৌকা প্রতীকের সাথে যোগ করা হয়েছে বলে তিনি দাবী করে বলেন, তার অটোরিক্সা প্রতীকের অনুমান ২৫/৩০টি বৈধ ভোট চশমা প্রতীক বা বাতিল ভোটের সাথে যোগ করে ৫নং কেন্দ্র বামকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কারচুপী করেছেন। ৬নং কেন্দ্র ধল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৭নং কেন্দ্র ধল আনসার ক্লাব কেন্দ্রেও কারচুপি করে তার অন্তত ৪০টি বৈধ ভোট কায়সার রহমানের চশমা প্রতীকের সাথে যোগ করে অথবা বাতিল ভোটের তালিকার সাথে যুক্ত করা হয়েছে। অটোরিক্সা, চশমা এবং নৌকা প্রতীকের বৈধ ভোট এবং সকল বাতিল ভোট পুনঃগণনা করা হলে কমপক্ষে ১৮০ ভোট বেশী হবে। তাই তিনি ৪.৫.৬ ৭ নং ওয়ার্ডের কেন্দ্রের বৈধ ও বাতিল ভোটগুলো পুনরায় গণনা করে ফলাফল প্রকাশের জন্য দাবী জানান।