প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ শফিকুল ইসলাম সেলিম ২০১৪-১৫ রোটারী বর্ষের জন্য রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের সিলেট জোনের এসিস্ট্যান্ট গভর্ণর নিযুক্ত হয়েছেন। ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার এম এ লতিফ এক পত্রে মোঃ শফিকুল ইসলাম সেলিমকে এসিস্ট্যান্ট গভর্ণর পদে নিযুক্ত করেন। হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স শরীফ স্টোরের স্বত্ত্বাধিকারী শফিকুল ইসলাম সেলিম দীর্ঘদিন ধরে রোটারী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত ‘লাইট আপ রোটারী’ থিম নিয়ে তিনি এসিস্ট্যান্ট গভর্ণর হিসেবে দায়িত্ব পালন করবেন।