এক্সপ্রেস ডেস্ক ॥ বিভিন্ন স্কুলের জেএসসি, পিএসসি ও এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ এবং রেজাল্ট পরিবর্তনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিধু চন্দ্র রায়।
বিধু চন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রশ্ন ফাঁস ও বিভিন্ন বোর্ড পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ বলেন, বিধু চন্দ্রের বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৫টি সিম জব্দ করা হয়েছে।
গত অক্টোবর থেকে বিধু চন্দ্রকে নজরদারিতে রাখা হয়েছিলো জানিয়ে পুলিশ কর্মকর্তা নাসিরুল্লাহ বলেন, বিধুর সঙ্গে প্রতারণা কাজে আরও কয়েকজন জড়িত রয়েছেন।