চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ছফিনা-নুর ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মিরাশীতে কোরআন শিক্ষা ও ক্বেরাত প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। গতকাল প্রথম রমজানে উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। ফাউন্ডেশনের সভাপতি আমিন আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান, আইয়ুব আলী মাষ্টার, মাওলানা খলিলুর রহমান, আকছির মিয়া, নজরুল ইসলাম দুলাল। উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে রমজান মাস উপলক্ষ্যে আড়াইশ শিক্ষার্থীকে এ প্রশিক্ষন দেওয়া হবে।