আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে আসন্ন ইউনিয়ন নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্য পদে (নারী/পুরষ) প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে। উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১নং লাখাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৭ জন এবং সাধারণ পুরুষ সদস্য ৪০ জন মনোনয়ন পত্র দাখিল করেছে। ২নং মুড়াকরি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত (নারী) সদস্য ১১ জন, সাধারন সদস্য (পুরুষ) ৩৪ জন। ৩নং মুড়িয়াউক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত (নারী) সদস্য ১৩ জন, সাধারণ সদস্য (পুরুষ) ৪৯ জন। ৪নং বামৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত (নারী) সদস্য ১৮ জন, সাধারন সদস্য (পুরুষ) ৩৮ জন। ৫নং করাব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত (নারী) সদস্য ১১ জন, সাধারন সদস্য (পুরুষ) ৪৬ জন। ৬নং বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত (নারী) ১৪ জন, সাধারণ সদস্য (পুরুষ) ৪৬ জন প্রার্থী তাদের মনোনায়ন পত্র সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জমা দেন। ৬ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীগন হলেন মোঃ এনায়েত হোসেন, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপম, শরীফ উদ্দিন তালুকদার, নিলুফা ইয়াসমিন কলি, মোঃ এনামুল হক চৌধুরী, মোঃ জুলহাস মিয়া, মোহাম্মদ হোসাইন, সোহেল রানা, মোঃ সাদির মিয়া। মোড়াকরি ইউনিয়নে মাহফুজুর রহমান, বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, মাহমুদুল হাসান, মোঃ জাহিদুল ইসলাম, সালা উদ্দিন সুমন, এডভোকেট মোঃ সামছুল ইসলাম ও শফিকুল আলম গোলাপ। মুড়িয়াউক ইউনিয়নে আজিজুর রহমান রনক, বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, মোঃ নোমান মিয়া, মোঃ মাসুক মিয়া, হাজী মোখলেছুর রহমান, হাজী জানে আলম, জহুরুল ইসলাম ও মোঃ কাজল মিয়া। বামৈ ইউনিয়নে শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুন, খসরু নোমান, মোর্শেদ কামাল, আমজাদ হোসেন ফুরুক ও মামুনুর রশীদ। করাব ইউনিয়নে আব্দুল কদ্দুস, বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই কামাল, ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, জুয়েল রানা,মাহবুবু উদ্দিন, বাদশা মিয়া, মহিউদ্দিন আহমেদ, ও কামরুল হাসান। বুল্লা ইউনিয়নে এডভোকেট খোকন চন্দ্র গোপ, জাহারুল ইসলাম তাউছ, শেখ মোঃ মোর্শেদ কামাল, অমূল্য রায়, এডভোকেট মোশাররফ হোসেন,ইয়ার হোসেন ও মোঃ আরিফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিস।