এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নোমান হোসেন (ঘোড়া) ও একই ইউনিয়নের অপর চেয়ারম্যান প্রার্থী সায়েদ উদ্দিন জায়েদুলকে আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলা অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১ নং বিধি লংঘন করে ২১ ও ২২ নভেম্বর পৃথক মিছিল-শোডাউন ও জনসভা করার দায়ে ৫ হাজার টাকা করে, ৪নং দীঘলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইউসুফ আলীকে ( মোরগ) ৩ হাজার টাকা এবং ৪ নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শাহ সুলতান আহমদকে (টিউবওয়েল) ২ হাজার টাকা অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে। তা না হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন। যত প্রভাবশালী ই হোক কাউকে ই ছাড় দেয়া হবে না।