মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আগামী ২৮ই নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে বাউসা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী। নবীগঞ্জের বাউশা ইউনিয়নের এবারের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ সাদিকুর রহমান শিশু (আনারস), আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী জুনেদ হোসেন চৌধুরী (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। ৩ জনই চেয়ারম্যান প্রার্থীর লড়াই হবে হাড্ডাহাড্ডি। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ২০ হাজার ৭৯৮ জন। তন্মধ্যে পুরুষ ১০ হাজার ৫২৮ জন ও মহিলা ১০ হাজার ২৭০ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকার হাট বাজার। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৩ জনই সমানে সমান। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সিদ্দিক এর সাথে প্রবাসী জুনেদ হোসেন চৌধুরী ও বিএনপির নেতা সাদিকুর রহমান শিশু শক্ত অবস্থানে ভোটের লড়াই বেশ জমে উঠেছে। দিনে জুনেদ দুপুরে শিশু রাতে সিদ্দিক ভোটারদে এমন হিসাব নিকাশে চায়ের দোকান সরগম। বিএনপির ভোটে ভাগ বসিয়েছেন জুনেদ হোসেন সে জনই ওই ইউনিয়নের আওয়ামীলীগ দলের ভোট সুশীল সমাজের নিরব ভোটে বর্তমানেই সাধারন ভোটারদের আস্থা প্রতিক হিসাবে ভোট বিশ্লেষকরা মনে করছেন। তবে মুল লড়াই ৩ জন প্রার্থীই সমান সমান কেউ কারো েেথকে কোন অংশে কম নয়। সেন্টারের বেশি ভোট পাবেন তার উপর নির্ভর করে প্রার্থীদের ভাগ্য। সাধারণ ভোটার মনে করছেন ভোটে শেষ পর্যন্ত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক নৌকা, স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা শেখ সাদিকুর রহমান শিশু আনারস, আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী জুনেদ হোসেন চৌধুরী ঘোড়ার লড়াই হবে। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৩ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে ৩ জনই রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল দেবপাড়া ইউনিয়ন নিয়ে ১০ম পর্ব।