রাহিম আহমেদ ॥ হবিগঞ্জের উপজেলার ৯টি ইউনিয়নসহ বিভিন্ন হাট বাজার গুলোতে আসতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। তবে দাম চড়া হওয়ায় এর স্বাদ নিতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। লাগামহীন ঊর্ধ্বমূখী দাম নিয়ে বিপাকে নি¤œ আয়ের মানুষ। হবিগঞ্জে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায় শীতের সবজি গুলোর আকাশচুম্বী দাম চড়া দামের কারণে ক্ষুব্ধ সাধারন ক্রেতারা। হবিগঞ্জের চৌধুরী কাঁচা বাজারসহ বিভিন্ন বাজারে গুলোতে বর্তমানে প্রতি কেজি ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, মূলা ২৫ টাকা, সিম ১২০ টাকা, বটবটি ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, পটল ৩০ টাকা, করলা ৫০ টাকা, শসা ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, আলু ২৫ টাকা, পেঁপে ২০ টাকা, তরই ৪০ টাকা, লাউ ২৫-৫০ টাকা(প্রতি পিস) ধনিয়া শাক ২০০ টাকা, মূলা শাক ৩০ টাকা, পালং শাক ৫০ টাকা, লাল শাক ২৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, সরিষা শাক ৩০ টাকা, লাপা শাক ৪০ টাকা ও কাঁচা মরিচ ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে।
শুধু শাক-সবজি নয়, ভোজ্য তেল ও জ্বালানি তেলসহ নিত্যপণ্য সব ধরণের জিনিসপত্রের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লাগামহীন ঊর্ধ্বমূখী দাম নিয়ে বিপাকে পড়েছে দরিদ্র ও মধ্যবিত্ত্ব পরিবারের মানুষগন। প্রতিনিয়ত সবজি ও অন্যান্য পণ্যের দাম অতিরিক্ত বেড়ে চলায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে নি¤œ আয়ের মানুষ গুলো। জানা যায়, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার মানুষেরা করোনা পরিস্থিতির কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেলার অধিকাংশ পরিবার। এসব পরিস্থিতি থেকে এখনও ঘুরে দাঁড়াতে পারিনি কেউই। যার কারণে চরম অর্থ সংকটে ভুগতে হচ্ছে। এমতাবস্থায় পরিবারের মৌলিক চাহিদা পুরণে তাদের দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ঋণের বোঝা। তারা এখন কীভাবে ঘুরে দাঁড়াবে এমন চিন্তায় নির্ঘুম রাত কাটছে। সবমিলে যেন মরার উপর খাড়া ঘা
হবিগঞ্জ চৌধুরী বাজারে সবজি কিনতে আসা চয়ন চৌধুরী জানান, ইতোমধ্যে করোনা সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ, এরই মধ্যে বেড়েছে শীতের শাক-সবজি ও অন্যান্য পণ্য সামগ্রীর দাম। এতে করে সংসার চালানো দায় হয়ে পড়ছে তাদের।
শায়েস্তানগর খুচরা বাজারে সবজি বিক্রেতা জামাল মিয়া জানান, ইতোমধ্যে শীতকালীন সবজি আড়তে আসতে শুরু করেছে। কিন্তু পাইকারি দাম অনেক বেশী তাই খুচরা বাজারেও বেশী দামে বিক্রি করতে হচ্ছে।
তিনি আরও বলেন, শাক-সবজির দাম চড়া হওয়ায় ক্রেতারা ক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রায়ই তাদের সঙ্গে বাঁকবিতন্ডা বাঁধছে এ নিয়ে সমস্যায় পড়েছি।
হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা গ্রামের সবজি চাষি আবু সায়ীদ মিয়া জানান, শীতের জন্য আগাম সবজির আবাদ করছিলেন। কিছুদিন আগে ঝড়-বৃষ্টির কারণে সেই ক্ষেতের ক্ষতি হয়েছে। তাই উৎপাদন কম হওয়ায় শাক-সবজির দাম বেেেড়ছে।