স্টাফ রিপোটার ॥ চুনারুঘাটে হাসপাতালে হেলেনা (৩০) নামে এক মহিলা চোরকে আটক করা হয়েছে। (২২ নভেম্বর) সোমবার দুপুরে চুনারুঘাট সদর হাসপাতালে করোনা ভেক্সিন দিতে আসা মহিলাদের লাইন থেকে সাইড ব্যাগে থাকা কয়েকটি মোবাইল চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে।
তার বাড়ী ধরমন্ডল গ্রামে। স্বামীর নাম এনাম। আটকের পর তার সাইড ব্যাগে থাকা একটি স্যামসাং স্মার্ট ফোন, একটি নরমান হেন্ড ফোন ও কিছু টাকা পাওয়া গেছে। মোবাইলের মালিক ও উপস্থিত মহিলাদের উত্তম মধ্যম এর পর থানায় সোপর্দ করা হয়।