স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ৫০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস হয় এবং দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে।
গতকাল ২২ নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাহারপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড সুলতানা সালেহা সুমি এ অভিযান চালান। অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জব্দ করা হয়। নিষিদ্ধকৃত কারেন্ট বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইন্দ্রজিৎ দাসের পুত্র মনোরঞ্জন দাস (৩৬) কে ১ হাজার এবং দিরেন্দ্র দাসের পুত্র বিষ্ণু দাস (৩১) কে ২ হাজার টাকা নগদ অর্থদ- প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমি জানান, হাওরের মাছ রক্ষার্থে সরকার ঘোষিত নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।