স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে শহরের রাজনগর কবরস্থান রোডের চেম্বার ভবনে এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় হবিগঞ্জ এ অর্ডিনারী গ্রুপ থেকে ১২টি নির্বাহী সদস্য পদের বিপরীতে ১২ জন ও এসোসিয়েট গ্রুপ থেকে ৬টি নির্বাহী সদস্য পদের বিপরীতে ৬ জন মনোনয়ন ফরম জমা দেন। নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার বিপ্লব রায় চৌধুরীর নিকট প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ মনোনয়ন ফরম জমা দেন। আগামী ২২ নভেম্বর যাচাই বাচাই এবং ২৩ নভেম্বর বৈধ প্রার্থীগণের নাম প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার বিপ্লব রায় চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।