প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারী ২০২২ খ্রিস্টাব্দ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র দ্বাদশ কংগ্রেসকে সামনে রেখে জেলায় জেলায় সাধারণ সভার অংশ হিসেবে ২১ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ তারিখে হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তীর সঞ্চালনায় দিনব্যাপী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আজমান আহমেদ। সভায় জেলার পার্টি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন এবং পার্টিকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সব কিছুর দাম কমিয়েছেন। অথচ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম দফায় দফায় বাড়ছে। বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কোনো কিছুর উপরই সরকারের নিয়ন্ত্রণ নেই। যেন অদৃশ্য কোনো শক্তি দেশের সবকিছু নিয়ন্ত্রণ করছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছেনা। বড় বড় প্রকল্পের মাধ্যমে বড় বড় লুটপাট চলছে। দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে চরম কর্তৃত্ববাদী শাসন-শোষণ চালানো হচ্ছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী না করতে পারলে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে উঠবেনা। তাই কংগ্রেসকে সামনে রেখে পার্টিকে সারাদেশে শক্তিশালী করার জন্য শাখা, উপজেলা ও জেলা সম্মেলন করার পাশাপাশি জনগণের সমস্যা নিয়ে জনগণকে সম্পৃক্ত করে দুর্বার আন্দোলন সংগঠিত করতে হবে। গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম জোরদার করে কর্তৃত্ববাদী স্বৈরশাসনের অবসান ঘটিয়ে কমিউনিস্ট-বামপন্থীদের সরকার প্রতিষ্ঠা করতে হবে।