স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্বাচন নিয়ে অভিযোগের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রেরণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। হবিগঞ্জ চেম্বার সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম চেম্বার নির্বাচন সংক্রান্ত একটি অভিযোগ দাখিল করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ ওয়াহিদুজ্জামান গত ১৮ নভেম্বর স্বাক্ষরিত এক পত্রে এ অনুরোধ জানান।