স্টাফ রিপোর্টার ॥ আনন্দঘন পরিবেশে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতি। গতকাল রবিবার বিকেলে শহরের প্রতিদিনের বাণী পত্রিকা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. কামাল উদ্দিন খান। সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন ও উপদেষ্টা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী। সভাশেষে দোয়া পরিচালনা করেন উমেদনগর হযরত শাহজালার সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ এবাদুল হক চৌধুরী। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের ছেলে সামিউর রহমান সামি, হকার্স সমিতির প্রতিষ্ঠাতা মরহুম ওয়াহিদুজ্জামান জিতুর মৃত্যুতে বিশেষভাবে দোয়া করা হয়।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, গৌরবের সাথে হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতি ২২ বছর অতিক্রম করেছে। এ গৌরব সংগঠনটির সকল সদস্যের। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও হকাররা প্রতিদিন নিষ্ঠার সাথে পাঠকের হাতে পত্রিকা তুলে দিচ্ছেন। কিন্তু হকাররা প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করেও সংবাদসেবা চালিয়ে যাচ্ছেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শেখ সাহাউর রহমান বেলাল, হযরত শাহজালাল সুন্নিয়া একাডেমির অধ্যক্ষ মো. আফজাল মিয়া, হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সহ-সভাপতি আব্দুন নুর ও শাহিন মিয়া, যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন খান, কোষাধ্যক্ষ আল আমীন, সদস্য নাসির উদ্দিন, কাঞ্চন রায়, অজয় দেব, বিশু রায়, পিন্টু দাস, শায়েস্তাগঞ্জ উপজেলা হকার্স সমিতির সভাপতি রুবেল মিয়া, ব্যবসায়ি মো. মিজান, নাজমুল ইসলাম, শাহিদ মিয়া, মুকিদ মিয়া প্রমুখ।