রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত শহরের মাহমুদাবাদে শিশুকে জিম্মি করে বাসায় ছিনতাই নগদ অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ ॥ প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরীকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে গণসংবর্ধনা প্রদান ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তিকারী যুবকের নামে মামলা রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া’র ডক্টরেট ডিগ্রি অর্জন বাহুবল মিরপুর বাজারে ১৩ গ্রামের সংঘর্ষের ঘটনায় সালিশে নিষ্পত্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আটক ২ ॥ ইনাতগঞ্জে বৃদ্ধ নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক ॥ থানা ঘেরাও

নবীগঞ্জে জন্ম সনদ নিয়ে উদ্যোক্তাদের দুর্নীতি

  • আপডেট টাইম রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৭৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি কার্যক্রম শুরু হচ্ছে। নবীগঞ্জ উপজেলার অভিভাবকদের তাদের সন্তানদের ইউনিক আইডির জন্য ডিজিটাল জন্মনিবন্ধন সনদ পেতে নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে। ডিজিটাল জন্মসনদ ছাড়া ইউনিক আইডি তৈরি করা যায় না। তাই অভিভাবক ও শিক্ষার্থীরা ডিজিটাল জন্মসনদ পেতে ইউনিয়ন সেবা কেন্দ্রে দৌড়াচ্ছেন। অভিভাবকরা জন্মনিবন্ধন তৈরিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়মিত আসা-যাওয়া করছেন। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে জন্মসনদ তৈরিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ৫০০ টাকা থেকে শুরু করে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত আদায় করছে উদ্যোক্তারা। এতে সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর দায় ভর্তাচ্ছে এখন চেয়ারম্যানদের উপর। জন্ম সনদ নিতে হয়রানী শিকার হওয়া সাধারন মানুষ ও শিক্ষার্থীদের অভিভাবকরা মনে করে পরিষদের চেয়ারম্যানই উদ্যোক্তাদের মাধ্যমে এমন বাণিজ্য করাচ্ছেন। কিন্তু বাস্তবে তা সঠিক নয়। জানা যায়, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরির কার্যক্রম শুরু করতে এর মধ্যেই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে তথ্য ফরমসহ নির্দেশনা পাঠানো হয়েছে। চার পাতার তথ্য ফরমে শিক্ষার্থীদের ডিজিটাল নম্বরযুক্ত জন্মনিবন্ধন ফরম, বাবা-মার জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়নের ডিজিটাল নম্বরসহ জন্মনিবন্ধন সনদ প্রয়োজন। শিক্ষার্থী ও তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামাঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীরই জন্মনিবন্ধন সনদ নেই। অনেক অভিভাবকেরও জন্মনিবন্ধন সনদ বা এনআইডি নেই। এছাড়া গ্রামাঞ্চলের লোকজন ও তাদেও সন্তানদের ডিজিটাল জন্মসনদ, মৃত্যু সনদ এবং ক্রটিপুর্ণ জন্মসনদ সংশোধিত করে আনতে ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারে উদ্যোক্ততাদের কাছে ধর্ণা দিচ্ছেন। উদ্যোক্তারা এই সুযোগে একেকটি জন্মসনদ আনতে বা সংশোধন করতে হলে দিনের পর দিন ধর্ণা দিতে হয়। তাও আবার উদ্যোক্তাদের দিতে হয় হাজার টাকা। এনিয়ে প্রত্যোকটি ইউনিয়নে উদ্যোক্তাদের দুর্নীতির কারনে অতিষ্ট সাধারণ মানুষ। ফলে আসন্ন নির্বাচনে এর দায় চেয়ারম্যানদের উপর ভর্তানো হয়েছে। বিশেষ করে এ বিষয়টি নিয়ে উপজেলার বাউসা ইউনিয়নের উদ্যোক্তা ফখরুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠে। আর এর দায় নিয়ে সমালোচনার শিকার হচ্ছেন ইউপি চেয়ারম্যান আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবু সিদ্দীক। এ বিষয়ে জেকে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম জানান, ইউনিক আইডির ফরম আগামী বছরের প্রথম থেকে পূরণ করা হবে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখার জন্য বলেছেন। তিনি আরও জানান, স্বাভাবিকভাবেই বাবা-মার ভোটার আইডি কার্ডের সঙ্গে নামের মিল রেখেই শিক্ষার্থীদের জন্মনিবন্ধন অনলাইন করতে হবে। এ বিষয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন জানান, শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের সঠিক তথ্য গ্রহণ করে ইউনিক আইডির আওতায় আনতে কার্যক্রম চালু করেছে। ইউনিক আইডি শিক্ষার্থীদের এক ধরনের পরিচয়পত্র, যার সবকিছুই অনলাইনে আপলোড থাকবে, যা পরবর্তীতে তাদের ভোটার আইডি কার্ডের মতো ব্যবহার করা হবে। ইউনিক আইডির জন্য আলাদা কোনো ফি দিতে হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com