স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রাণী সম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন হবিগঞ্জ জেলা। শনিবার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় অবসরে যাওয়া আটজন কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ^াস। এসোসিয়েশনের সভাপতি নিয়াজ মাহমুদ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রঞ্জিত কুমার, চুনারুঘাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম ওয়াহিদুজ্জামান আলম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণী সম্পদ বিভাগ নীরবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা গ্রহণ করে দেশকে প্রাণী সম্পদে আরও সমৃদ্ধ করতে কর্মকর্তাদের কাজ করতে হবে।