স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিমের ছেলে সামিউর রহমান সামীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ তাতী লীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা তাতী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার মো: জসিম উদ্দিনের পরিচালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: নুর উদ্দিন বুলবুল। মিলাদ মাহফিলে উপস্থিতি ছিলেন, জেলা তাতী লীগের সহ-সভাপতি সাজু নাছের চৌধুরী, কারী লুৎফুর রহমান হেলালী, শামীম আহমেদ মহসিন, অধ্যক্ষ তনুজ রায়, মো: ফজলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশিকুর রহমান, খন্দকার কবির মিয়া, সনঞ্জয় পাল, শেখ রাসেল, আহমেদ, মাওলানা মোফাচ্ছির আহমেদ, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, মহসিন, মনিরুজ্জামান তালুকদার, আবু হেলাল নোমান, সাদেকুর নূর, বাচ্চু মিয়া প্রমুখ। পরে সামির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অণুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশিদুল হাসান।