নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আহমদ মুছাকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। জানা যায়, আসন্ন নির্বাচনে উপজেলার কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আহমদ মুছা মনোনয়ন পাওয়ার পরপর চিকিৎসার জন্য চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যে যান। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) যুক্তরাজ্য থেকে একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে ফিরে এলাকায় আসেন। পরে আলী আহমদ মুছা তাঁর সমর্থক ও অনুসারীদের নিয়ে বিশাল শো-ডাউন দেন। বিষয়টি জানতে পেরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে আলী আহমদ মুছাকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা অর্থদ- করেন। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে বলেন, আচরণ বিধি লঙ্ঘন করে শো-ডাউন দেয়ার দায়ে চেয়ারম্যান প্রার্থী আলী আহমদ মুছাকে অর্থদ- করা হয়েছে, এবং নির্বাচনকালীন সময়ে আচরন বিধি সঠিক ভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।