স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কালিনগর থেকে দিলু মিয়া (২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আব্দুল আহাদের পুত্র। গতকাল শুক্রবার সকাল ৬টায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে তার বসতঘর থেকে তাকে আটক করে। এ বিষয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।