স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর সেলিমের একমাত্র পুত্র সামিউর রহমান রহমান সামির অকাল মৃতুত্যে গভীর শোক জানিয়েছেন হবিগঞ্জ জেলা কিবরিয়া ব্রীজ সিএনজি স্ট্যান্ডের সকল মালিক শ্রমিক নেতৃবৃন্দ ও লাইন সেক্রেটারী মোঃ এখলাছুর রহমান এখলাছ। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় হবিগঞ্জ জেলা কিবরিয়া ব্রীজ সিএনজি স্ট্যন্ডের মালিক শ্রমিকের পক্ষ থেকে এই শোক জ্ঞাপন করা হয়। একই সাথে মেয়র আতাউর সেলিমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমদেনা জানান।