নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৩ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে-বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের ঠাকুর মিয়া (৭৫), ময়না দাশ (৩০) ও সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের শিপন মিয়া (১৭)। গতকাল রবিবার সকালে গ্রামের রাস্তা দিয়ে চলাচল করার সময়ে একটি পাগলা কুকুর তাদের ৩ জনকে কামড়ে দেয়। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দেয়া হয়েছে।