রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

ইউনিয়ন নির্বাচনী হালচাল-৪ ॥ দীঘলবাক ইউনিয়নে লড়াই হবে ত্রিমুখী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৯৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আগামী ২৮ই নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে ৪নং দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। নবীগঞ্জের আলোচিত ক্রাইমজোন খ্যাত দীঘলবাক ইউনিয়নের এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ৬ জনের মাঝে ৪ জনের মাঝে লড়াই হবে বলে ধারনা সাধারন ভোটারদের। ইউপি নির্বাচনে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সাঈদ এওলা মিয়া (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোর্হী প্রার্থী মোঃ এলাওর মিয়া (চশমা), বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া (আনারস), ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার বিশিষ্ট্য শালিস বিচারক মোঃ আব্দুল বারিক রনি (মোটর সাইকেল), জাতীয় পার্টির মোঃ আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল গফফার শাহিন (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন, ১৯ হাজার ৯১৬ জন। তন্মধ্যে পুরুষ ১০ হাজার ১৩ জন ও মহিলা ৯ হাজার ৯০৩ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকা। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৬ জনই সমানে সমান। তবে এ ইউনিয়নের মূল লড়াই হবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সাঈদ এওলা মিয়া (নৌকা), মোঃ আব্দুল বারিক রনি (মোটর সাইকেল) এবং মোঃ ছালিক মিয়া (আনারস) মার্কার। টাকার জোড়ে এগিয়ে আছেন মোঃ আব্দুল গফফার শাহিন ঘোড়া। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। দলীয় নেতা কর্মীরা দলের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। গ্রাম, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে আছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সাঈদ এওলা মিয়া। কোন অংশে কম নয় স্বতন্ত্র প্রার্থী মোঃ মোঃ আব্দুল বারিক রনি মোটর সাইকেল এবং মোঃ ছালিক মিয়া আনারস মার্কা এলাওর মিয়া চশমা ও। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। ভোটাররা বলছেন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল বারিক রনি ও মোঃ ছালিক মিয়ার লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে। দলীয় কারনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সাঈদ এওলা মিয়া রয়েছেন আলোচনায়। জাতীয় পার্টির মোঃ আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল গফফার শাহিনের প্রচার প্রচারনায় থেমে নেই। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিদ্বন্দী ৬ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।
ফলে সরকার দলীয় প্রতিক (নৌকা) ও জনগনের ভালবাসায় মোঃ ছালিক মিয়া (আনারস) নির্যাতিত লোকজনের প্রতিনিধি মোঃ আব্দুল বারিক রনি (মোটর সাইকেল) রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে টাকা জুড়ে মোঃ আব্দুল গফফার শাহিন ঘোড়া প্রতীক বিজয়ী হলে অবাক হওয়ার কিছু নেই। ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল আউশকান্দি ইউনিয়ন নিয়ে ৫ম পর্ব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com