এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গত ৫ নভেম্বর মর্মান্তিক সড়ক দুঘর্টনায় নিহত দু’বন্ধুর সহযোগি বাহরাইন প্রবাসী আহত আতাউর রহমান (২৬) অবশেষে সিলেট হাসাপাতালে তার মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেন। নিহত আতাউর কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত উকিল মিয়ার ছেলে। সে সম্প্রতি তার বন্ধু শামীমসহ বাহরাইন থেকে দেশে আসেন। এর আগে নিহত আতাউরের দু’ বন্ধু শামীম আহমদ ও শের আলী ঘটনার দিনই নিহত হয়। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রামের আসাব উদ্দিনের ছেলে শামীম আহমদ (২৫) সদ্য বাহরাইন প্রবাস থেকে তার বন্ধু একই গ্রামের মৃত উকিল মিয়ার ছেলে আতাউর রহমান (২৬) কে নিয়ে দেশে আসে। ৫ নভেম্বর শুক্রবার সকালে তিন বন্ধু আতাউর, শের আলীসহ শামীম মটর সাইকেল যোগে মৌলভীবাজার বেড়াতে যায়। সেখানে প্রবাসী বন্ধুদের সাথে দেখা করে বিকালে বাড়ির দিকে ফেরার পথে নবীগঞ্জের মডেলের বাজার নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরি গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে। অপর আহত তার দু’ বন্ধু শের আলী ও আতাউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ওই দিনই রতনপুর গ্রামের মৃত গৌছ আলীর ছেলে শের আলীর মৃত্যু ঘটে। অপর আহত বাহরাইন প্রবাসী আতাউর রহমান ভর্তি থাকেন। চিকিৎসারত থাকা অবস্থায় দুর্ঘটনার ১১ দিনের মাথায় মৃত্যুর খোলে ঢলে পড়েন আতাউর। বুধবার তার ময়না তদন্ত শেষে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। আতাউর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদা হাস্যোজ্জল বাহরাইন প্রবাসী শামীম, আতাউর এবং তাদের অপর বন্ধু শের আলী মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে, ঘটনার দিন সন্ধ্যায় এবং ঘটনার ১১ দিন পর তিন বন্ধু এভাবে মৃত্যুর ঘটনায় শোকের মাতম চলছে। চলছে নিহতদের বাড়িতে কান্নার রুল। ঘটনার সাথে সাথে নিহত শামীমের পরিবার ঘাতক লরি চালক এর বিরুদ্ধে শেরপুর হাইওয়ে থানায় মামলা দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনার সাথে সাথে লরি গাড়ীসহ চালককে আটক করেন।