প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের কাজীগঞ্জ লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে গতকাল বাদ আছর মাহে রমদ্বানের স্বাগত মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সহ-সভাপতি মো: আব্দুল বাছিত। মাদ্রাসার সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা তালামিযে ইসলামিয়ার সদস্য এবং নবীগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা সুহেল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট আক্তার হোসেন ছুবা, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শামসুল ইসলাম, কাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবদাল মিয়া, মাওলানা আব্দুল বারিক, মাওলানা আব্দুল মান্নান প্রমূখ। বক্তারা নমদ্বানের পবিত্রতা রক্ষার জন্য সকলকে দায়িত্ব পালনের আহ্বান জানান।