মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আগামী ২৮ই নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে ২নং পূর্ব বড় ভাকৈর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন প্রার্থী। তবে এই ইউনিয়নের বর্তমান চেয়াম্যান বিএনপি নেতা মোঃ আশিক মিয়া এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ছুবা বর্তমান চেয়ারম্যান আশিক মিয়ার আপন চাচা। গত নির্বাচনে আশিক মিয়া নির্বাচন করায় গ্রামবাসীর অনুরোধ এবং আতœীয়তার সর্ম্পকের কারনে ছুবা নির্বাচন থেকে সরে গিয়ে বাতিজা আশিক মিয়াকে সমর্থন করেন। তার প্রতিদান দিতে গিয়ে এবারের নির্বাচনে গ্রামবাসীর দফায় দফায় বৈঠকে অবশেষে চাচাকে সমর্থন দিয়ে এবারের নির্বাচনে আশিক মিয়া অংশ গ্রহন থেকে বিরত রয়েছেন এবং চাচা ছুবার পক্ষে কাজ করছেন বলে এলাকাবাসী জানান। এবারের ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ৩ জনের মাঝে লড়াই হবে বলে ধারনা সাধারন ভোটারদের। ইউপি নির্বাচনে-আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন ছুবা (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোর্হী প্রার্থী বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ খালেদ মোশারফ (ঘোড়া), আওয়ামীলীগ বিদ্রোর্হী প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ মেহের আলী মালদার (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৩ হাজার ৯৪৬ জন। তন্মধ্যে পুরুষ ৬ হাজার ৮৪৪ জন ও মহিলা ৭ হাজার ১০২ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকা। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৪ জনই সমানে সমান। তবে এ ইউনিয়নের মূল লড়াই হবে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের আক্তার হোসেন ছুবার সাথে তরুন সমাজের প্রতিনিধি জনগনের মনোনিত প্রার্থী খালেদ মোশারফের ঘোড়া। আবার মেহের আলী মালদার চমক দেখাতে পারেন নন সিলেটি ভোটে। বিগত নির্বাচনে তিনি বর্তমান চেয়ারম্যান আশিক মিয়ার কাছে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হন। ওই ইউনিয়নের রামপুর, সইলা, কামড়াখাই গ্রামে নন সিলেটি ভোট রয়েছে প্রায় ৪৭০০ ভোট। এই ভোটের ৮০% ভোটই মেহের আলী মালদারের প্রতীকে পরে। মেহের আলীর মালদারের আধিবাড়ী ময়মনসিংহে তার পর্ব পুরুষরা এখানে সংগ্রামে আগে এসে ইউনিয়নের রামপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাগাউড়া, বড় ভাকৈর, ছোট ভাকৈর, হরিনগর গ্রামে ছুবা আর খালেদের অবস্থান সমান তালে। ছুবা আর খালেদ ভোট ভাগাভাগি করলে সে ক্ষেত্রে মেহের আলী বিজয়ী হলেও অবাক হওয়ার কিছু নেই। ওই ইউনিয়ের বিএনপি সমর্থিত কোন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নেই তাই বিএনপির ভোট ফ্যাক্টর হয়ে রয়েছে। ছুবা মিয়ার নৌকা প্রতীক হওয়ার কারনে বিএনপির লোকজন তরুন সমাজের প্রতিনিধি জনগনের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ক্লিন ইমেজের অধিকারী এবং গরীব অসহায় লোকজনের বিপদের বন্ধু খালেদ মোশারফের ঘোড়া প্রতীকে ভোট প্রয়োগ করার আগ্রহ রয়েছে। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। দলীয় নেতা কর্মীরা দলের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। গ্রাম,পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ খালেদ মোশারফ ও মেহের আলী মালদার। কোন অংশে কম নয় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মোঃ আক্তার হোসেন ছুবাও। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। ভোটাররা বলছেন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামীলীগ মনোনীত মোঃ আক্তার মিয়া নৌকার সাথে অপর স্বতন্ত্র প্রার্থীর মোঃ খালেদ মোশারফের লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে।
অনান্য মোঃ মেহের আলী মালদার, স্বতন্ত্র প্রার্থী দিদার আহমদের প্রচার প্রচারনায় থেমে নেই। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, এ ইউনিয়নে প্রতিদ্বন্দী ৪ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে সরকার দলীয় প্রতিক নৌকা ও জনগনের ভালবাসায় মোঃ খালেদ মোশারফ ঘোড়া এবং নন সিলেটি ভোটের সমর্থনে মেহের আলী রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে।
২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল ইনাতগঞ্জ ইউনিয়ন নিয়ে ৩য় পর্ব।