স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে ভাতিজাদের হামলায় চাচা-চাচি আহত।
গতকাল সন্ধ্যায় আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে চাচাতো ভাতিজা শামীম উল্লা ও জামির উল্লার এবং গাজীসহ ৫/৬ জন আলী আকবর তার স্ত্রী তাকলু বেগম উপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়। আহত অবস্থায় আলী আকবর (৪৫) ও তার স্ত্রী তাকলু বেগম (৩০) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।