মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামী ২৩ ডিসেম্বর। এদিকে বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগ এর কাছে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৮৬ জন প্রার্থী। তন্মধ্যে ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদে দলীয় মনোনয়ন চেয়েছেন মোঃ মিজানুর রহমান খান, শাহজাহান মিয়া, সাহিবুর রহমান ও ইমদাদুল হক মাসুম, ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া,মোঃ মোন্তাকিন বিশ^াস, পারভেজ আলম খান, আব্দুল হালিম সোহেল, ৩নং দক্ষিন পূর্ব ইউনিয়ন পরিষদে মোঃ আরফান মিয়া,মোঃ এমদাদুল হক শাহীন, এজেড এম উজ্জ্বল, শাহজাহান মিয়া, মহিত মিয়া ও ফয়ছল মিয়া, ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদে মোঃ লুৎফুর রহমান, পংকজ কুমার দাস সরকার, জয় কুমার বৈষ্ণব, শেখ সাইফুল ইসলাম, আজিজুর রহমান, নজরুল ইসলাম (ধন মিয়া), বেলায়েত আহমেদ, মোহাম্মদ আব্দুল কাউয়ুম মুন্সী, মোঃ মইনুল হক ও মন্টু লাল দাস, ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদে মোঃ এরশাদ আলী, শফিকুল আলম চৌধুরী, আব্দুল মজিদ, মোঃ রেজাউল করিম, আমিনুল ইসলাম তালুকদার, এনামুল হক এনাম, রাখাল চন্দ দাস, মহিবুর রহমান, আজমান আহমেদ চৌধুরী ও জসিমুল হক সোহেল, ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদে মোঃ মাহবুব মিয়া, ফরিদ আহমেদ, মোঃ হারুন মিয়া, মোঃ দাবিরুল ইসলাম, এড. এমদাদুল হক শাহীন, শাহজাহান মিয়া ও আব্দুল আলীম, ৮নং খাগাউড়া ইউনিয়ন পরিষদে শাহ শওকত আরেফীন, মোঃ আব্দুল্লাহ মিয়া, মোঃ আব্দুল লতিফ (দুলাল), মোঃ মাহফুজুর রহমান, ৯নং পুকড়া ইউনিয়ন পরিষদে মোঃ নানু মিয়া, ডাঃ মোঃ আফরোজ মিয়া, হাফেজ মাওঃ শামরুল ইসলাম, মোঃ কামাল আহমেদ, আবুল কালাম আজাদ ও কাজী শাহ জাহান, ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদে জয় কুমার দাস, মোঃ সজীব আলী, মোঃ আলী আক্তার চৌধুরী ও সামছুল হক আখনজী, ১১নং মক্রমপুর ইউনিয়ন পরিষদে মোঃ আহাদ মিয়া, আবুল বাসার, মোঃ তাহির মিয়া, ইয়াহিয়া চৌধুরী, মোঃ সামছুল কবির, মোঃ নজরুল ইসলাম বেলাল, মোঃ আব্দুর রউফ ও জ্যোর্তিময় দাস, ১২নং সুজাতপুর ইউনিয়ন পরিষদে মোঃ আব্দুল কদ্দুস, আবু হাসিব খান চৌধুরী পাভেল, হরবল্লভ চৌধুরী, কাজী সুজ্জদ আহমেদ খোকন ও হাসান চৌধুরী, ১৩নং মন্দরী ইউনিয়ন পরিষদে শেখ সামছুল হক, মহিবুর রহমান মাহি, মোঃ জালাল আহমেদ খন্দকার, ইদ্রিস মিয়া, আফজাল আনসারী, মোঃ সবুর মিয়া, এস, এম দেলোয়ার হোসেন, বাবুল চৌধুরী, ১৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদে মোঃ আব্দুল হাই, মোঃ তৈয়বুর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম পাশা, শেখ মিজানুর রহমান, শাহ মোঃ আরজু মিয়া, মোঃ হারুন কবির চৌধুরী, ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদে মোঃ ফজলুর রহমান, হাফিজুর রহমান, মোঃ জয়নাল আবেদীন তালুকদার, এড. আব্দুল হামিদ ও মোহাম্মদ শাহজাহান মিয়া। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা জেলা আওয়ামীলীগ এর মাধ্যমে কেন্দ্র প্রেরণ করা হয়েছে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের তালিকা কেন্দ্র থেকে প্রেরণ করা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর বানিয়াচং উপজেলা ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর,মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।