আবুল কাসেম, লাখাই থেকে ॥ আজ থেকে লাখাই উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা। প্রথম দিনে পদার্থ বিজ্ঞান ও সমমানের দাখিল এ কোরআন মজিদ ও তাজভিদ পরিক্ষা গ্রহনের মাধ্যেমে সারা দেশের ন্যায় লাখাইয়ে ৫টি পরীক্ষা শুরু হবে। মোট ৫টি কেন্দ্রে অনুষ্টিত হচ্ছে পরীক্ষা, এর মধ্যে ৪টি এসএসসি ও ১টি সমমানের দাখিল পরীক্ষা কেন্দ্র। কেন্দ্র গুলো বামৈ সরকারী উচ্চ বিদ্যালয় কালাউক উচ্চ বিদ্যালয়, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা গ্রহন চলবে সাড়ে ১১টা পর্যন্ত। এ বছর উপজেলায় মোট ৫টি কেন্দ্রে ১হাজার ৫শ ৫৭ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছাত্র ছাত্রীর সংখ্যা ১ হাজার ৪শ ৩৯ জন ও সমমানের দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১শ ১৮ জন।