শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

নবীগঞ্জে ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৬৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আসন্ন ৩য় ধাপে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান পদে, সংরক্ষিত আসনে ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর আগে গত মঙ্গলবার নবীগঞ্জ, রিটার্নিং অফিসারের কার্য্যালয়ে চেয়ারম্যন পদে ৭৯ জন, সাধারণ সদস্য পদে ৫শ ৬২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শ ৬৩ জন, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এবারের নির্বাচনে উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউপি আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশ (নৌকা), বর্তমান চেয়ারম্যান সত্যজিৎ দাশ (চশমা) ও রঙ্গলাল রায় (ঘোড়া) পেয়েছেন। ওই ইউপিতে ৯টি সাধারণ সদস্য পদের বিপরীতে ৩৫ ও ৩টি সংরক্ষিত আসনের বিপরীতে ১৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউপিতে বর্তমান চেয়ারম্যান আশিক মিয়া নির্বাচন অংশ গ্রহন করচ্ছেন না। এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ছুবা (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ খালেদ মোশারফ (ঘোড়া)। ওই ইউনিয়নে সাধারন সদস্য পদে ৩৯ এবং সংরক্ষিত আসনে ১২ জন। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বজলুর রশিদ তিনি নির্বাচনে অংশ করেন নাই। লন্ডন প্রবাসী যুবলীগ নেতা আছাবুর রহমান (নৌকা), জাপা নেতা শাহীন আহমদ (লাঙ্গল), আওয়ামীলীগ নেতা লন্ডন প্রবাসী মোঃ ছায়েদ উদ্দিন (মোটর সাইকেল), যুবলীগ নেতা নোমান আহমদ (ঘোড়া) ও লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ মোস্তাফা কামাল (আনারস)। ওই ইউপিতে সাধারন সদস্য ৩৭ ও সংরতি আসনে ১৩ জন। ৪নং দীঘলবাক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু সাঈদ (নৌকা), জাপা নেতা মোঃ আব্দুল হান্নান চৌধুরী (লাঙ্গল), বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া (আনারস), ইউপি বিএনপি সভাপতি আব্দুল বারিক রনি (মোটর সাইকেল),লন্ডন প্রবাসী আব্দুল গাফ্ফার (ঘোড়া), এলাওর মিয়া (চশমা)। এখানে সাধারন সদস্য পদে ৩৫ ও সংরতি আসনে ১৩ জন। ৫নং আউশকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন নির্বাচনে অংশ করেন নাই। সাবেক চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি দিলাওর হোসেন (নৌকা), যুবলীগ নেতা আব্দুল হামিদ নিক্সন (ঘোড়া), মোফাজ্জুল হক(চশমা), এজহারুল হক চৌধুরী (আনারস)। সাধারণ সদস্য পদে ৪৫ ও সংরতি ১৪ জন। ৬নং কুর্শি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা লন্ডন প্রবাসী আলী আহমদ মুছা (নৌকা), সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা লন্ডন প্রবাসী সৈয়দ খালেদুর রহমান (আনারস) লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত (চশমা), লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা আবু তালিম (মোটর সাইকেল), লন্ডন প্রবাসী বিএনপি নেতা শামছুল হুদা চৌধুরী বাচ্চু (ঘোড়া), লন্ডন প্রবাসী শেখ মোঃ আব্দুল গফুর (টেলিফোন), ওই ইউপিতে সাধারণ সদস্য পদে ৪৩ ও সংরতি সদস্য ১৩ জন।
৭নং করগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউপি আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ছাইম উদ্দিন (আনারস), সাইফুল ইসলাম (লাঙ্গল), বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা (ঘোড়া)ও প্রাক্তন মেম্বার শেখ মোঃ ইছাক মিয়া (মোটর সাইকেল)। ওই ইউনিয়নে মেম্বার পদে ৪১ ও মহিলা মেম্বার ১৭ জন।
৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে যুবলীগ নেতা হাবিবুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী সাজু আহমদ চৌধুরী (আনারস), মুফতি মিয়া (লাঙ্গল), ছাত্রদল নেতা জাকির আহমদ চৌধুরী (মোটর সাইকেল), আতাউর রহমান চৌধুরী (ঘোড়া), খাজা সফি ওসমান খাকি চৌধুরী (খেলাফত আন্দোলন) (হাতপাখা)। মেম্বার পদে ৩৬ ও মহিলা মেম্বার ১৯ জন। ৯নং বাউসা ইউপিতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক (নৌকা), সাবেক ছাত্রলীগ নেতা লন্ডন প্রবাসী জুনেদ হোসেন চৌধুরী (ঘোড়া) ও বিএনপি নেতা সাদিকুর রহমান শিশু (আনারস)। মেম্বার পদে ২৯ জন ও মহিলা মেম্বার পদে ১১ জন।
১০নং দেবপাড়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মুহিত চৌধুরী (নৌকা), যুবলীগ নেতা শামীম আহমদ (ঘোড়া), মরহুম প্রাক্তন চেয়ারম্যান জাবিদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন (চশমা), কুহিনুর মিয়া (আনারস)। মেম্বার পদে ৩৮ জন ও মহিলা মেম্বার ৯ জন। ১১নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইমদাদুর রহমান মুকুল (আনারস), আওয়ামীলীগ নেতা সাবের আহমদ চৌধুরী (নৌকা), বিএনপি নেতা শফিউল আলম (চশমা), বিএনপি নেতা আবুল খায়ের কায়েদ (ঘোড়া) ও আওয়ামীলীগ নেতা হাফেজ আইয়ুব আলী (সিএনজি)। মেম্বার পদে ৩৪ জন, মহিলা মেম্বার ১২ জন।
১২নং কালিয়ারভাঙ্গা ইউপিতে আওয়ামীলীগ নেতা ফরহাদ আহমদ (নৌকা), বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম (ঘোড়া), আওয়ামী বিদ্রোহী এমদাদুল হক চৌধুরী (আনারস), জাপা নেতা হাফিজুর রহমান চৌধুরী (লাঙ্গল) ও বিএনপি নেতা হাজী আজিজ আহমদ মেরাজ (চশমা)। মেম্বার পদে ৩৩ জন, মহিলা মেম্বার ১৮ জন।
১৩নং পানিউন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ বারের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইজাজুর রহমান (নৌকা) প্রার্থী মহিবুর রহমান মামুন (আনারস)। এখানে মেম্বার পদে ২৫ জন এবং মহিলা মেম্বার পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা দ্রেবশ্রী দাশ পার্লি জানান, প্রতীক বরাদ্দের দিন শুক্রবার উপজেলার ১৩ ইউপির চেয়ারম্যান পদে, সংরক্ষিত আসনে ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com