স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ফায়ার সার্ভিসের গাড়ি চাপায় বেলাল আহমেদ (৩০) নামের এক সেনা কর্মকর্তার পা ভেঙে গেছে। প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়।
গতকাল শুক্রবার সকাল ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার করিমপুর গ্রামের তালু মিয়ার পুত্র ও সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল হিসেবে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। তিনি মোটর সাইকেলযোগে নিজ বাড়ি থেকে সিলেটে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। বাহুবলের মিরপুর এলাকায় পৌঁছলে ফায়ার সার্ভিসের একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।