স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়। গতকাল শুক্রবার দুপুরে এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের সহিদ মিয়ার সাথে আব্দুল হকের বিরোধ চলে আসছে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। আহত অবস্থায় সহিদ মিয়া, সামছু মিয়া, আক্তার মিয়া, হামিদ ও আব্দুল হককে হাসপাতালে ভর্তি করা হয়।