শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

আজমিরীগঞ্জের জলসুখা কেন্দ্রে ভোট গননাকালে ব্যালট পেপারে আগুন ॥ সংঘর্ষে আহত ৫০ ॥ ফলাফল স্থগিত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৬০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় গতকাল ইউনিয়ন নির্বচনে ভোট গ্রহণের পর গণনাকালে জলসুখা ইউনিয়নের জলসূখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গননাকালে একদল বহিরাগত লোক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রুখসানা আক্তার শিখা ও ফয়েজ মিয়া খেলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জলসুখা ইউনিয়নের সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা চলাকালে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে একদল বহিরাগত জলসুখা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে আগুন ধরিয়ে দেয়। এর জের ধরে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডঃ রোখসানা আক্তার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফয়েজ মিয়া খেলুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে পুলিশ রাবার বুলেট ও কাদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার এর কথা বললে তিনি জানান, ব্যালট পেপার আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, রাবার বুলেট ও কাদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com