স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন হচ্ছে যুবলীগ। সারাদেশে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসাবে কাজ করে এ সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাগ্নে শেখ ফজলুল হক মনি’র হাতে গড়া যুবলীগ সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্তাপন করেছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য যুবলীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেন তিনি।
জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। সভার সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, ফজলুর রহমান খান, আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা যুবলীগের সদস্য ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভযাত্রা হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।