মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ তফসিল ঘোষণার পরপরই বানিয়াচংয়ের নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। পাল্টে গেছে দৃশ্যপট। নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মন জয় করতে চষে বেড়াচ্ছেন গ্রামের পাড়া মহল্লার বিভিন্ন জনবহুল স্থানে। গত বুধবার ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামী ২৩ ডিসেম্বর। এদিকে বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস। গতকাল ১৪টি ইউনিয়নের রিটানিং কর্মকর্তাকে নিয়োগ প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা। সদরের ১নং উত্তর পূর্ব, ২নং উত্তর-পশ্চিম এবং ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরমান ভূইয়া, ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, ৬নং কাগাপাশা ও ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, ৮নং খাড়াউড়া এবং ৯নং পুকড়া ইউনিয়ন পরিষদের রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, ১০নং সুবিদপুর ও ১১ মক্রমপুর ইউনিয়ন পরিষদের রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন যুব উন্নয়ন কর্মকতা মোঃ জাফর ইবাল চৌধুরী, ১২নং সুজাতপুর এবং ১৩নং মন্দরী ইউনিয়ন পরিষদের রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাওছার শোকরানা, ১৪নং মুরাদপুর এবং ১৫ পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন সমবায়ন কর্মকর্তা মোঃ সৈয়দ হোসেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরমান ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রনিধিকে জানান, নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন ১শ ৩১টি ভোট কেন্দ্র রয়েছে। নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১নং উত্তর পূর্ব ইউনিয়নে পুরুষ ভোটার ১০ হাজার ৭শ ৯৩জন, মহিলা ১০ হাজার ৬শ ৪৪। ২নং উত্তর পশ্চিম ইউনিয়নে পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৫শ ৫৭জন, মহিলা ভোটার ৯ হাজার ৩শ ৯৫ জন, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নে পুরুষ ১১ হাজার ৩শ ৩৯ মহিলা ১১ হাজার ৮৫, ৫নং দৌলতপুর পুরুষ ভোটার ১১ হাজার ৭শ ৩৯ মহিলা ভোটার ১১ হাজার ৩শ ৯৭, ৬নং কাগাপাশা পুরুষ ভোটার ১০ হাজার ৪৫ মহিলা ৯ হাজার ৮শ ১১, ৭নং বড়ইউড়ি পুরুষ ভোটার ৭ হাজার ৮শ ১০ এবং মহিলা ভোটার ৭ হাজার ৫শ ৮৯, ৮নং খাগাউড়া ইউনিয়নে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬৪ এবং মহিলা ভোটার ৯ হাজার ৪শ ৫৩ জন, ৯নং পুকড়া ইউনিয়নে পুরুষ ভোটার ১০ হাজার ১৪ এবং মহিলা ভোটার ৯ হাজার ৫৬ জন, ১০নং সুবিদপুর ইউনিয়নে পুরুষ ভোটার ৬ হাজার ৪শ ৮৭ এবং মহিলা ভোটার ৬ হাজার ৩শ ২৫ জন, ১১নং মক্রমপুর ইউনিয়নে পুরুষ ভোটার ১০ হাজার ৩৭ এবং মহিলা ভোটার ৯ হাজার ৪শ জন, ১২নং সুজাতপুর ইউনিয়নে পুরুষ ভোটার ৭ হাজার ৭শ ১৪ এবং মহিলা ভোটার ৭ হাজার ৬শ ৮০ জন, ১৩নং মন্দরী ইউনিয়নে পুরুষ ভোটার ৭ হাজার ৯১ এবং মহিলা ভোটার ৭ হাজার ১শ ৭১ জন, ১৪নং মুরাদপুর ইউনিয়নে পুরুষ ভোটার ৫ হাজার ৬শ ২৪ এবং মহিলা ভোটার ৫ হাজার ২শ ১১ জন, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে পুরুষ ভোটার ৭ হাজার ৬শ ৭১ এবং মহিলা ভোটার ৯ হাজার ৬শ ৩৯ জন। ইউনিয়ন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার এর কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ভোট গ্রহন হবে ২৩ ডিসেম্বর।