ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ছালামতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বাহুবল উপজেলার আব্দাফৌচদা গ্রামের আব্দুর রেজাকের ছেলে আব্দুল মতিন (৩৯), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতগড়িয়া গ্রামের জহুরুল হকের ছেলে হুমায়ুন কবীর (২৭), লাকসাম উপজেলার ফতেপুর গ্রামের চান মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪৭), মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মুন্না মিয়া (২৫), কমলগঞ্জ উপজেলার চৈতন্যগঞ্জ গ্রামের মৃত মর্তুজ আলী মিয়ার ছেলে ইয়াছিন আলী ওরফে কালা মিয়া (৪৪)। পুলিশ জানায়, সোমবার দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নেয় একদল সংঘবদ্ধ ডাকাত দল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদের নেতৃত্বে এসআই শ্রী অঞ্জন কুমার দেব, এসআই অমিতাভ দাস তালুকদার, এসআই লুৎফুর রহমান সহকারে একদল পুলিশ নবীগঞ্জ পৌরসভার ছালামতপুর গরুর হাটের প্রবেশের রাস্তায় অভিযান চালিয়ে একাধিক ডাকাতির মামলার আসামী আব্দুল মতিন (৩৯), হুমায়ুন কবীর (২৭), বিল্লাল মিয়া (৪৭), মুন্না মিয়া (২৫), কালা মিয়া (৪৪)কে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশী করে দাড়াঁলো দা, চাকু.একটি হাতল,লোহার রড, একটি শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ থানার এসআই শ্রী অঞ্জন কুমার দেব বাদী হয়ে ৫ জনকে আসামী করে ও অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।