আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী শ্বশুর-জামাই দুইজনকে আটক করেছে লাখাই থানার পুলিশ। আটককৃতরা হল- উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নূর ইসলাম (৬৫) ও মনতৈল গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)। তারা সম্পর্কে শ্বশুর-জামাই। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গাজাঁ ক্রয় বিক্রয় এর সময় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ওসি সাইদুল ইসলামের দিক নিদের্শনায় এসআই মিজানুল হক এদের তেঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ২টি পলিথিনে মুড়ানো দেড় কেজি গাজাঁসহ আটক করেন। লাখাই থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন সুমন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।