মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার বড়বাজারে শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত শহীদ মিনার এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পরিচর্যা আর দেখভালের অভাবে বছরের পর বছর অবহেলা আর অযন্তে পড়ে রয়েছে শহীদ মিনারটি। স্থানীয়রা জানায়, প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এলেই কোনো রকম পরিষ্কার করা হলেও পরদিন থেকেই বাজারের ময়লা আবর্জনা এখানে ফেলা শুরু হয়। এরপর সারা বছরই শহীদ মিনারটি অরক্ষিত থাকে। শহিদ মিনারের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ ও দ্রুত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন সাংস্কৃতিককর্মীসহ উপজেলার বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধ পরবর্তি সময়ে শহীদদের স্মৃতি রক্ষার্থে স্থানীয় বড়বাজারের নির্মাণ করা হয় শহীদ মিনারটি। সময়ের ব্যবধানে আজ সেই শহীদ মিনারটি অযতœ অবহেলায় তার সগৌরব হারাতে বসেছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী বড়বাজারের প্রবেশদ্বারের পাশেই নির্মাণ করা হয়েছে শহিদ মিনারটি। মিনারের চারপাশ ময়লা-আবর্জনার স্তূপ। নানা ধরনের ময়লা-আবর্জনার দুর্গন্ধে সাধারণ মানুষের চলাফেরা বিঘিœত হওয়ায় বেওয়ারিশ কুকুরের একমাত্র রাত্রিযাপনের স্থান হয়ে দাঁড়িয়েছে শহিদ মিনারটি। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মাস্টারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, ভাষা হারিয়ে ফেলেছি। শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত শহীদ মিনারটির দিকে তাকালে চোখে পানি এসে যায়। ভাষা শহিদদের ত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি। আর ভাষা শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শহিদ মিনার তৈরি করা হয়। শহিদ মিনার শুধু একদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নয়। শহিদ মিনার এভাবে ময়লার ভাগাড়ে পরিণত হলে এ প্রজন্মের কাছে শহীদ মিনারের গুরুত্ব কমে যাবে। দ্রুত ময়লা আবর্জনার স্তুপ অপসারণসহ শহীদ মিনারের সীমানা প্রাচীর নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।