বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটের মাদক বিক্রেতাসহ শেরপুর থেকে ৩ ব্যক্তি গ্রেপ্তার ১৮ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর থেকে হবিগঞ্জের দুইজনসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (৮ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে রবিবার (৭ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চুনারুঘাট উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত কুতুব আলীর ছেলে রাজু মিয়া (২৮), একই থানার পাইকপাড়া গ্রামের আফসার আলীর ছেলে মোঃ সোহেল আলী (১৯) এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে কামাল (৫০)। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা ২টি ব্রিফকেসে ১৮ কেজি গাঁজা নিয়ে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-১৫৯৫) করে সিলেটে আসার পথে পুলিশ তাদের গাড়ি থামিয়ে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় থানায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com