বানিয়াচং প্রতিনিধি ॥ লন্ডন নেয়ার কথা বলে এক প্রতারক ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ নিয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেছেন প্রতারণার স্বীকার বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামের আব্দুর রউফ। মামলার প্রেক্ষিতে থানার এসআই হাবিবুর রহমান সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগিতায় লক্ষ্মীপুর গ্রামের মৃত ইছাক আলীর ছেলে আব্দুল জব্বার ওরফে মোহাম্মদ আলী (৫০) কে গ্রেফতার করে বানিয়াচং থানায় নিয়ে আসে। গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।